thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জয়ে ফিরেছে আবাহনী

২০১৪ জানুয়ারি ১৪ ২০:০৩:৪৩
জয়ে ফিরেছে আবাহনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সকে হারিয়ে যাত্রা শুরু করেছিল আবাহনী লিমিটেড। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফেনী সকারের বিপক্ষে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল অভিজাত পাড়ার দলটি। মঙ্গলবার মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফের জয়ে ফিরেছে পেশাদার লিগের সবচেয়ে সফল দলটি। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে আকাশী শিবির। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।

আবাহনী-মুক্তিযোদ্ধা, ২ হেভিওয়েটের লড়াই; বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কিন্তু এমন মনে হয়নি! এ অর্ধের বেশিরভাগ সময় বল ছিল আবাহনীর ফুটবলারদের পায়ে। তারপরও মুক্তিযোদ্ধার ডিফেন্স গলে গোল আদায়ে ব্যর্থ ছিলেন আকাশী শিবিরের ফুটবলাররা। ৩৭ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন আবাহনীর ঘানাইয়ান ফরোয়ার্ড আউডু ইব্রাহিম। তবে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। তার শট পোস্টের অনেক উপর দিয়ে চলে গেছে।

৪০ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ হাত ছাড়াও করেছেন এই ফরোয়ার্ড। সামাদ ইউসুফের বাড়ানো বলে ওপেন নেট মিস করেছেন ইব্রাহিম। শট নিতে দেড়ি করলে মুক্তিযোদ্ধার গোলরক্ষক লিটন বল নিজের আয়াত্বে নিয়েছেন। ৪৪ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড মরিসনের ব্যাকভলি জাল খুঁজে পেলে তখনই এগিয়ে যেতে পারতো আবাহনী।

দ্বিতীয়ার্ধের প্রথম ২ মিনিটেই সফলতার মুখ দেখেন আবাহনীর আক্রমণভাগের ফুটবলাররা। মরিসনের ক্রসে মাথা ছুঁইয়ে বলের গতি পরিবর্তন করে দিয়েছেন ইব্রাহিম। তার হেডে লিটন কোনো কিছু বুঝে উঠার আগেই বল জালে জড়িয়েছে।উৎসবের উপলক্ষ্য খুঁজে পেয়েছে আকাশী শিবির। অন্যদিকে পিনপতন নিরবতা নেমে আসে মুক্তিযোদ্ধার শিবিরে। ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় জাহিদ পারভেজের কর্নার থেকে উড়ন্ত বলে নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেঞ্জামিনের হেডে সমতায় ফিরেছে মুক্তিযোদ্ধা (১-১)। ৮৩ মিনিটে ফের এগিয়ে গেছে আবাহনী। মরিসনের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয়বারের মতো অল-রেডদের জাল কাঁপিয়েছেন ইব্রাহিম (২-১)। ৮৯ মিনিটে ব্যবধান আরো বাড়িয়েছেন মরিসন। মুক্তিযোদ্ধার ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝি সুযোগে বল নিয়ে আয়াত্বে নিয়েছেন ঘানাইয়ার এ ফরোয়ার্ড। পরে আগুয়ান গোলরক্ষক লিটনের মাথার উপর দিয়ে বল জালে পাঠিছেনে মরিসন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠে ছেড়েছেন আবাহনীর ফুটবলাররা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর