thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘বড় অইলে আব্বার মতো মাছ ধরমু’

২০১৪ জানুয়ারি ১৫ ০১:০৫:০৭
‘বড় অইলে আব্বার মতো মাছ ধরমু’

মনোয়ার জাহান চৌধুরী, সিলেট : কিছু কিছু পুরনো ঐতিহ্য হারাবার পথে। কিংবা হারিয়ে গেছে। আগের মতো হাওর-বাঁওড়ে মাঝি মাল্লা পাল তুলে নৌকা ছাড়ে না। কালের পরিক্রমায় এ সব বিলুপ্তির পথে।

আষাঢ়-শ্রাবণ এলেও নৌকায় পাল তুলে মাঝি গান ধরে না। খাল-বিল শুকিয়ে গেছে। কিংবা এ সব সংস্কৃতি হারিয়ে গেছে। আবার কেউ কেউ গ্রামীণ সংস্কৃতি বা পুরনো ঐতিহ্য কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করছেন! তেমনিভাবে সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের পশ্চিমের দরং বিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হলো প্রায় দুইশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া উৎসব। এ উৎসবের মধ্য দিয়েই জানান দিল পুরনো সংস্কৃতির।

পলো বাওয়া উৎসব দেখতে আসা শিশু আবদুল্লাহ আলা আরাফ হোসাইন বলে, ‘আমি আব্বার লগে মাছ ধরাত আইছি। ইকানো আইয়া আমার ভালা লাগে। আমি বড় অইলে আব্বার মতো বড় বড় মাছ ধরমু।’

এ বছর বিলে প্রচুর পরিমাণ মাছ থাকায় পলো বাওয়াতে অংশগ্রহণকারী সবাই দুয়েকটি করে মাছ ধরে আনন্দে বাড়ি ফিরেছেন। পুরনো দিনের এই পলো বাওয়া উৎসব দেখার জন্য প্রতি বছরের মতো এবারও বিয়ে হয়ে যাওয়া অনেক নারী বাবার বাড়িতে এসেছেন-কেবল এ উৎসবে শামিল হতে। তবে পলো বাওয়া উৎসবের আনন্দটা যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মাঝেই একটু বেশি আনন্দের। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই এসেছে উৎসবে শরিক হতে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া ‘পলো বাওয়া’ উৎসব শেষ হয় বেলা ২টায়।

পলো বাওয়া উৎসবে একজন একটি মাছ ধরার সঙ্গে সঙ্গে অন্যরাও আনন্দে মেতে ওঠেন। করেন চিৎকার চেঁচামেচিও। ছোট-বড় কোনো ভেদাভেদ না করে সবাই মিলে বাংলা সালের প্রতি পহেলা মাঘ পূর্ব পুরুষদের মতো প্রায় দুই শত বছর ধরে এ পলো বাওয়া উৎসবে যোগ দেন গোয়াহরি গ্রামের শতশত মানুষ। তবে এই পলো বাওয়া দেখতে আশপাশের গ্রামের লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেধে আসতে থাকেন গোয়াহরি পশ্চিমের দরং বিলে।

সবাই মাছ পেয়ে সবার মনে আনন্দের সীমা ছাড়িয়ে গেছে। মাছ পেয়ে খুশি বেশ কয়েক জন হলেন-ইকবাল হোসাইন, গোলাম হোসেন, ইসলামুজ্জামান, ইছাক আলী, আবদুস সোবহান, নাজমুজ্জামান, ইসলামুজ্জামান, আবদুর রব, হাসন আলীসহ প্রায় সবাই মাছ পেয়েছেন।

এলাকাবাসী জানান, প্রায় দুইশ’ বছর ধরে গোয়াহরি গ্রামের পশ্চিম দরং বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন করে আসছেন। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন। ঐতিহ্যবাহী এ ‘পলো বাওয়া উৎসব’ দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা উৎসুক জনতা জানান, আমরা পলো বাওয়া উৎসব দেখতে এসেছি। আমাদের খুব ভাল লাগে পলো বাওয়া দেখতে। আমাদের কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও আমরা এ উৎসব দেখতে আসি। গ্রামবাসী কয়েক যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন।

গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছর বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়। মাছ না পেয়ে কেউ খালি হাতে ফেরেনি।

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন জানান, এটি তাদের পুরনো ঐতিহ্য। প্রতিবছর উৎসবের মাধ্যমে পলো দিয়ে মাছ শিকার করা হয়। এতে আলাদা আনন্দ পাওয়া যায়।

ব্যবসায়ী আবদুস সোবহান বলেন, ‘আমরা প্রায় দুইশ’ বছর ধরে এ উৎসব পালন করে আসছি। গ্রামবাসী আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রাখবে চিরদিন।’

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর