thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

চাঁদপুরে হরতালে ককটেল বিস্ফোরণ

২০১৩ অক্টোবর ৩০ ১৪:১৭:০৪
চাঁদপুরে হরতালে ককটেল বিস্ফোরণ

চাঁদপুর সংবাদদাতা : বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে চাঁদপুরে হরতাল করছে ছাত্রদল। নাশকতায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এক কর্মী নিহতের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে ছাত্রদল।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মানিক মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।

সকালে শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। কয়েক এলাকায় অটোরিকশাসহ কিছু যানবাহনেও ভাঙচুর চালিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে মিছিল হয়। হরতালে চাঁদপুরে দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ যানবাহন চলছে। র‌্যাব-১১-এর কর্মকর্তা মেজর সাহেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পর্যায়েও টহল দেওয়া হচ্ছে।

বিরোধীদলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার চাঁদপুরের পুরানবাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী আরজু ঢালী (১৬) নিহতের প্রতিবাদে সকাল-সন্ধ্যার এই হরতাল ডাকে ছাত্রদল।

(দিরিপোর্ট২৪/এএস/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর