thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সামিট ওপেনে সোহেল চ্যাম্পিয়ন

২০১৪ জানুয়ারি ১৫ ১৯:০৮:০৩
সামিট ওপেনে সোহেল চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সামিট ওপেনের শিরোপা জিতেছেন সাখাওয়াত হোসেন সোহেল। বাংলাদেশ পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) আয়োজিত প্রতিযোগিতার ৩ রাউন্ডেই লিডার্স বোর্ডের শীর্ষে থাকা এ গলফার পারের চেয়ে ১৫ শট কম খেলেছেন।

কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম নিয়ে শীর্ষে ছিলেন সোহেল। পরের রাউন্ডে পারের চেয়ে ২ শট কম নিলেও বুধবার দুর্দান্ত খেলেছেন তিনি। ৮ বার্ডির বিপরীতে কোনো বোগি না করে টুর্নামেন্ট ও দিনের সেরা পারফরমেন্স ছিল সোহেলের।

প্রতিযোগিতা শেষে সোহেল বলেছেন, ‘টানা ২টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় খুব ভালো লাগছে। এ মাসেই পিজিটিআই ট্যুর খেলতে ভারত যাচ্ছি। এটা আমার আত্মবিশ্বাস বাড়াবে।’১০ লাখ টাকা প্রাইজমানির টুর্নামেন্টে যৌথভাবে রানার আপ হয়েছেন পিজিটিআই তারকা জামাল হোসেন মোল্যা ও দুলাল হোসেন। পারের চেয়ে সবমিলিয়ে ৩ শট কম খেলেছেন তারা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ১৫,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর