thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

২০১৪ জানুয়ারি ১৬ ১২:৪৪:৩৬
রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, তবে খসড়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু অনুশাসন ও মন্ত্রীরা কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। অনুশাসন ও পর্যবেক্ষণে আলোকে খসড়াটি চূড়ান্ত করা হবে।

সংবিধানের ৭৩(২) ধারা অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। আগামী ২৯ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির ভাষণের খসড়া প্রস্তুত করে থাকে। ভাষণের খসড়া প্রস্তুতের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে। এ খসড়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতির পর মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

ভাষণে কি কি বিষয় থাকবে সে বিষয়াটিও তুলে ধরেন মোশাররাফ হোসাইন। তিনি বলেন, ভাষণে সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির অবস্থা তুলে ধরা হবে। বিগত সরকারের সাফল্য ও অর্জনের নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা থাকবে।

তিনি আরও বলেন, “ছাড়া ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ, কর্মসংস্থান সুযোগ সৃষ্টির বিষয়ে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ও এর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা থাকবে রাষ্ট্রপতির ভাষণে।”

তিনি বলেন, ভাষণে যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি, বৈদেশিক সম্পর্কোন্নয়নে সাফল্য ও প্রশাসনিক নীতি, পলিসির বিষয়টিও থাকবে।

মোশররাফ হোসাইন বলেন, রাষ্ট্রপতি ভাষণে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেবেন। ভাষণের ইংরেজি ও বাংলা দুটি ভার্সন থাকবে।

রাষ্ট্রপতির ভাষণে বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসায় বিষয়ে কিছু থাকবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আগে থেকেই কিছু বলা সমীচিন নয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মোশররাফ হোসাইন। তবে কি নির্দেশনা দিয়েছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর