thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

সুচিত্রার বাড়ি উদ্ধারে জেলা প্রশাসকের মতবিনিময়

২০১৪ জানুয়ারি ১৬ ১৪:৩১:৩৮
সুচিত্রার বাড়ি উদ্ধারে জেলা প্রশাসকের মতবিনিময়

পাবনা সংবাদদাতা : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি দখলমুক্ত করার বিষয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন পাবনার জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেনজামিন রিয়াজী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, পাবনা একুশে বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় সুচিত্রা সেনের বাড়ি নিয়ে উচ্চ আদালতে দখলকারীদের দায়ের করা মামলা দ্রুত শুনানি শেষ করে বাড়ি দখলমুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি আরো জানান, ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলা উদযাপন শেষে পাবনায় সপ্তাহব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/এমসি/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর