thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

খালেদা জিয়ার সঙ্গে পঙ্কজ শরণের বৈঠক

‘জনগণই নির্বাচন করবে তারা কোন ধরনের সরকার চায়’

২০১৪ জানুয়ারি ১৬ ২০:২০:৪৮
‘জনগণই নির্বাচন করবে তারা কোন ধরনের সরকার চায়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন ও সরকারের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় ভারত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণই নির্বাচন করবে তারা কোন ধরনের সরকার চায়। এটা সব সময়ের জন্যই ভারত সরকার চাইবে বলে ভারতের হাইকমিশনার বিএনপি চেয়ারপার্সনকে জানিয়েছেন।’
বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অতীতে যেভাবে বিএনপি সরকারের সঙ্গে ভারত কাজ করেছে আগামীতেও বিএনপি ক্ষমতায় এলে আরো সুসম্পর্কের ভিত্তিতে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন পঙ্কজ শরণ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ভারতের সঙ্গে পারস্পরিক সুসম্পর্কের অঙ্গীকারের কথা জানান হাইকমিশনারকে। ভারতীয় কর্তৃপক্ষ ও রাজনীতিকদের খোঁজখবর নেন চেয়ারপারসন। তিনি হাইকমিশনারের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানান।

শমসের মবিন বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান হাইকমিশনার।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। তবে পঙ্কজ শরণ বৈঠক থেকে বের হয়ে কোন কথা বলেননি।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় তাদের মধ্যে বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সোয়া ৯টায়।

বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে আর সাক্ষাৎ হয়নি ভারতীয় হাইকমিশনারের। পঙ্কজের সঙ্গে খালেদা জিয়ার শেষ দেখা হয়েছিল গত মাসের প্রথম সপ্তাহে। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে হাইকমিশনারও তখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালীন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও ড. আবদুল মঈন খান চেয়ারপারসনের কার্যালয়ে আসেন।

এর আগে, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন পঙ্কজ শরণ। রওশন এরশাদের গুলশান-২ এর বাসভবনে বৃহস্পতিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর