thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লেবাননে সিরিয়া থেকে রকেট হামলা, নিহত ৭

২০১৪ জানুয়ারি ১৭ ২০:২০:২১
লেবাননে সিরিয়া থেকে রকেট হামলা, নিহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের আরসাল শহরে সিরিয়া থেকে ছোড়া রকেট হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

ওই এলাকায় শুক্রবার একটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করলেও সেখানে কমপক্ষে সাতটি রকেট হামলা চালানো হয়েছে বলে স্থানীয় নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।

সিরিয়া থেকে ছোঁড়া রকেট প্রায়ই লেবাননের সীমান্ত এলাকা বেকা ভ্যালিতে আঘাত হানে। তবে এই প্রথম আরসাল শহরের কেন্দ্রস্থলে রকেট আঘাত হানল। সম্প্রতি বেকা ভ্যালির আরসাল শহরের আশপাশে সিরিয়া থেকে চালানো রকেট হামলার সংখ্যা বেড়ে গেছে। আরসাল শহরকে লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে নাকি দুর্ঘটনাবশত রকেট আঘাত হেনেছে- তা নিশ্চিত হওয়া যায়নি বলে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সুন্নি অধ্যুষিত বেকা অঞ্চলে হাজার হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন। তবে শুক্রবারের ওই হামলায় নিহতরা লেবানন নাকি সিরিয়ার নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর