thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শ্রীলঙ্কার গণকবরে সহস্রাধিক কঙ্কাল

২০১৪ জানুয়ারি ১৮ ০৪:৫৯:৩৬
শ্রীলঙ্কার গণকবরে সহস্রাধিক কঙ্কাল

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার মান্নার প্রদেশে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত কবরটি থেকে ৩০টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তবে এ কবরে ১ হাজারের বেশি কঙ্কাল রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ধারণা করছে, মান্নার হিন্দু মন্দিরের পাশে আবিষ্কৃত ওই গণকবরের জন্য পাঁচ বছর আগে পরাজিত হওয়া তামিল যোদ্ধারা দায়ী হতে পারে।

তবে পশ্চিমা বিশেষজ্ঞরা দাবি করছেন, সরকারি বাহিনীর হাতে নিহত তামিলদের এ গণকবরে মাটি চাপা দেওয়া হয়েছিল। বেশির ভাগ কঙ্কালের মাথা ও হাড়ে ছিদ্র ছিল। তাই ধারণা করা হচ্ছে ওই মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছিল।

এ গণকবরটি এমন সময় আবিষ্কৃত হলো যখন যুদ্ধের সময় মানাবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দেশটি।

এ গণকবরের সন্ধান পাওয়ার ফলে পশ্চিমা দেশগুলো আবারও দেশটির সরকারের কাছে মানাবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানাতে পারে।

দেশটির এক বিচারিক চিকিৎসক কর্মকর্তা জানিয়েছেন, গণকবরটিতে কয়েকটি স্তরে লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল। রাস্তা নির্মাণ কাজের সময় উপরের স্তরটি নষ্ট হয়ে গেছে।

প্রসঙ্গত, সরকারি বাহিনীর সঙ্গে তামিল টাইগার বাহিনীর (এলটিটিই) যুদ্ধে কমপক্ষে ১ লাখ লোক মারা যায় ও নিখোঁজ হয়।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর