thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

ব্রহ্মপুত্র নদে ডাকাতি, মালামাল লুট

২০১৩ অক্টোবর ৩১ ১০:১৫:০৬
ব্রহ্মপুত্র নদে ডাকাতি, মালামাল লুট

গাইবান্ধা সংবাদদাতা : জেলার বালাসি-বাহাদুরাবাদ নৌ-রুটে দক্ষিণ খাটিয়ামারির চর এলাকায় বুধবার দুপুর ১টায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় মুঠোফোন, স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের আঘাতে আহত হন ১০ জন।

যাত্রীরা জানান, বুধবার সকালে জামালপুর বাহাদুরাবাদ থেকে একটি যাত্রীবাহী নৌকা গাইবান্ধার বালাসীঘাটের উদ্দেশে রওনা দেয়। নৌকাটি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারির চরে দুপুর ১টার দিকে পৌঁছায়। এ সময় মুখোশ পরা একদল ডাকাত নৌকাটির গতিরোধ করে। তারা যাত্রীদের মারপিট করে অস্ত্রের মুখে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ লুট করে পালিয়ে যায়।

সান্দারপট্টি এলাকার ব্যবসায়ী মিঠু মিয়া ও আব্দুর রহিম বলেন, নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিল। ডাকাতরা অপর একটি নৌকায় এসে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট শুরু করে। বাধা দিলে তারা মারপিট করে। এতে দশ যাত্রী আহত হন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ডাকাতি হয়েছে ঠিক। কিন্তু ঘটনাস্থল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় হওয়ায় এ থানায় মামলা হয়নি।

ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দক্ষিণ খাটিয়ামারির চর এলাকায় ডাকাতির কথা শুনেছি। ওই এলাকায় প্রায়ই ডাকাতি হয়। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোন কাজ হচ্ছে না।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর