thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত

২০১৩ অক্টোবর ৩১ ১০:২৩:২৫
মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয়দিনের মতো চলছে। আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা বৃস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছেন। সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের সামনের সড়ক ও কলেজ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বাস-ট্রাক শ্রমিকরা।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ট্যাংক ও ট্যাংকলরি মালিক সমিতির সদস্য ফকির মহাম্মদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর