thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আফতাব আহমদ খুনের মূল হোতার জবানবন্দি

২০১৪ জানুয়ারি ১৯ ১৯:৫৯:৪৯
আফতাব আহমদ খুনের মূল হোতার জবানবন্দি

দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে প্রদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমদ হত্যা মামলায় গ্রেফতার মূল আসামি তার গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমান রবিবার বিকেলে হুমায়ুনের স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন।

এ নিয়ে মামলটিতে গ্রেফাতার হওয়া ৫ আসামির মধ্যে ৩ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আদালতের কাছে।
১৫ জানুয়ারি আরো দুইজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা হলেন- হাবিব হাওলাদার ও বেলাল হোসেন কিসলু ।

এ ছাড়া মামলার অপর ২ আসামি সবুজ খান ও রাজু মুন্সি এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি।

১৪ জানুয়ারি ওই ৫ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত।

২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরার নিজ বাসার বেডরুম থেকে আফতাব আহমেদের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে মনোয়ার আহমদ সাগর।

(দ্য রিপোর্ট/জেএ/এসবি/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর