thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজ্যসভায় মমতার প্রার্থী শিল্পী, সাংবাদিক ও অভিনেতা

২০১৪ জানুয়ারি ১৯ ২১:০৮:৫০
রাজ্যসভায় মমতার প্রার্থী শিল্পী, সাংবাদিক ও অভিনেতা

কলকাতা প্রতিনিধি : ভারতের রাজ্যসভা ভোটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। প্রার্থীরা হলেন- অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিং ও কলম সংবাদপত্রের সম্পাদক আহমেদ হাসান (ইমরান)।

রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনেই রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেন মুকুল রায়। তিনি জানান, বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যার নিরিখে প্রথম তিন প্রার্থীর জয় নিশ্চিত। চতুর্থ প্রার্থীর জয়ের বিষয়েও তৃণমূল আশাবাদী বলে জানান তিনি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি রাজ্যসভার আসন ফাঁকা আছে। এর মধ্যে একটি আসনে বামদের জয় প্রায় নিশ্চিত। বাকি তিনটি আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত হলেও পঞ্চম আসনে ভোটাভুটির সম্ভাবনা রয়েই যাচ্ছে।

এদিকে, শনিবার নিজের ফেসবুকে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর