thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হামলায় নিহত ২২

২০১৪ জানুয়ারি ২০ ০৫:২১:৫৮
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হামলায় নিহত ২২

দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বন্দুকধারীদের হামলায় তিন শিশুসহ ২২ জন মুসলিম নিহত হয়েছে। জাতিগত দাঙ্গা থেকে রক্ষা পেতে একদল মুসলিম পালিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। রবিবার এই ঘটনা ঘটে বলে জানায় দেশটিতে কাজ করা সেভ দ্য সিল্ড্রেন-এর এক মুখপাত্র।

রক্তক্ষয়ী সংগ্রামের জর্জরিত দেশটিতে একজন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটলো।

মাসখানেক আগে শুরু হওয়া এই দাঙ্গায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং দশ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে।

দেশটিতে সোমবার একজন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা যার নেতৃত্বে এ বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার সেভ দ্য সিল্ড্রেনের পক্ষ থেকে বলা হয়, মুসলমান দলটি পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। এতে তিন শিশুসহ ২২ জন নিহত হয়।

চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র মাইক ম্যাককুসার বলেন, বন্দুকধারীরা রকেটচালিত গ্রেনেড হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্রও ব্যবহার করে বলে তিনি জানান।

তিনি বলেন, আমাদের সামনে ঘটায় এ ঘটনাটি আমরা জানতে পেরেছি। সম্ভবত এমন আরও অনেক ঘটনা ঘটছে যেগুলোর খবর কেউ জানতেই পারছে না।

(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর