thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খুন

২০১৩ অক্টোবর ৩১ ১৩:২৬:৩০
খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খুন

খুলনা সংবাদদাতা : জেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রানা ওরফে ট্যারা রানাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত ১১টার দিকে শেখপাড়া বাজারে সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগমের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক রানার নামে র‌্যাবের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান আরো জানান, রাতে কাউন্সিলরের অফিসের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রানার মাথা, মুখ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

এর আগে, ৮ এপ্রিল রানার বোনের স্বামী ফেরদাউস হোসেন হিরুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলাসহ ১৩ মামলার আসামি ছিলেন হিরু।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর