thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আপিলে সাঈদীর যুক্তিতর্ক শুরু ২৮ জানুয়ারি

২০১৪ জানুয়ারি ২১ ১২:২১:৩৭
আপিলে সাঈদীর যুক্তিতর্ক শুরু ২৮ জানুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগে আগামী ২৮ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

আদালতে আসামিপক্ষের এক সপ্তাহের সময় আবেদনের প্রেক্ষিতে সময় মঞ্জুর করে এ আদেশ দেন আপিল বিভাগের বেঞ্চ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সাঈদীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে এটি দ্বিতীয় মামলা যেটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। এর আগে আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার পর তা কার্যকর করা হয়।

আদালতে মঙ্গলবার সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান আসামীপক্ষের ১৬ ও ১৭তম সাক্ষীর জেরা উপস্থাপন করেন। এর মাধ্যমে দুইপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আদালতে পেশ শেষ হয়েছে। সাক্ষ্য পেশ শেষে আইনজীবী আদালতকে বলেন, মামলার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুব হোসেন কারাগারে রয়েছেন। এ ছাড়া আরেক আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশের বাইরে আছেন। তাই যুক্তিতর্ক আরম্ভ করার জন্য এক সপ্তাহের সময় প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে ২৮ জানুয়ারি যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরুর দিন ধার্য করেন।

সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান যুক্তিতর্ক শুরুর এ বিষয়টি নিশ্চিত করেন।

যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে। এর পরই রায় ঘোষণা করা হবে। অর্থাৎ সাঈদীর মামলার কার্যক্রম প্রায় শেষের দিকে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর ৩৯ ও ৪০) দাখিল করেন।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সার-সংক্ষেপ জমা দেন রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সার-সংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর