thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

সুনামগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক সিরাপ

২০১৪ জানুয়ারি ২২ ১৭:০৪:০৩
সুনামগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক সিরাপ

সুনামগঞ্জ সংবাদদাতা : হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন চটকদার নামের যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট।

জানা গেছে, এক শ্রেণির অখ্যাত কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা এ সব সিরাপ প্রথমে অপ্রকাশিতভাবে সরবরাহ করলেও বর্তমানে চলছে প্রকাশ্যে বেচাকেনা। এ ছাড়া ওষুধের দোকানে বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেটও বিক্রি হচ্ছে দেদার। ফলে অসচেতন ও অতি উৎসাহী যুবকরা এর ক্ষতিকারক দিক না জেনেই তা সেবন করছে উচ্চমূল্য দিয়ে।

বর্তমানে জেলার ১১টি উপজেলার সহস্রাধিক হাটবাজারসহ অজপাড়াগাঁয়ের দোকানিরা ‘পাওয়ার হর্স,’ ‘পাওয়ার প্লাস,’ ‘ফিলিংস,’ ‘জিনসিন’সহ বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ বিক্রি করছে। এ ছাড়া অধিকাংশ ওষুধের দোকানে ‘ফুলফিল,’ ‘ক্যাপসুল পাওয়ার,’ ‘ইনসারা,’ ‘এডেগ্রা,’ ‘ডিসোরেক্স’ ইত্যাদি ট্যাবলেটের ব্যবসাও জমজমাট। অথচ মানবদেহের কিডনি, লিভার, ফুসফুসসহ অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের জটিল রোগ সৃষ্টিকারী এ সব পণ্য প্রশাসনের নাকের ডগায় বিক্রি হলেও সংশ্লিটরা রয়েছেন নীরব দর্শকের ভূমিকায়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. এটিএমএ রকিব চৌধুরী বলেন, এ সব যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেটের কোনো গুণগত মান না থাকায় সেবনের ফলে মানবদেহের বিভিন্ন জটিল রোগ হতে পারে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, অবিলম্বে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে।

(দ্য রিপোর্ট/আরএআর/এপি/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর