thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইউক্রেনে সংঘর্ষে নিহত ২

২০১৪ জানুয়ারি ২২ ১৯:০৩:০৯
ইউক্রেনে সংঘর্ষে নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। চিকিৎসকরা গুলিতে আহত দুই ব্যক্তির নিহতের বিষয়টি নিশ্চিত করেন। খবর এনডিটিভির।

বুধবার দেশটির পুলিশ বিক্ষোভকারীদের একটি ক্যাম্প উচ্ছেদের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সরকারের এক চুক্তি বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে এটিই প্রথম কোনো নিহতের ঘটনা। গত নভেম্বরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছিল। গত সপ্তাহে বিক্ষোভবিরোধী নতুন একটি আইন সংসদে পাস হলে আন্দোলন নতুন মাত্রা লাভ করে।

এ ছাড়াও এ সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। সহিংসতার জন্য অল্প পরিচিত ডান সংগঠন রাইট সেক্টরকে দায়ী করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট ভিকটর ইয়ানোকোভিচ সংকট সমাধানে ইতোমধ্যে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/ডব্লিউএস/সা/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর