thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

ফিলিপাইনে বন্যায় নিহত ৪৫

২০১৪ জানুয়ারি ২২ ২১:২৪:০৪
ফিলিপাইনে বন্যায় নিহত ৪৫

দ্য রিপোর্ট ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রান্তীয় নিম্নচাপের প্রভাবে ফিলিপাইনে টানা ১৩ দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর গাল্ফনিউজের।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের (এনডিআরআরএমসি) প্রধান কর্মকর্তা বুধবার জানান, বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮ জন নিখোঁজ, ৬৮ জন আহত ও কমপক্ষে ৯ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দক্ষিণ ফিলিপাইনের চারটি অঞ্চলের প্রায় ২৩০ কিলোমিটার এলাকা বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছেন এদোয়ার্দো দেল রোসারিও নামের ওই কর্মকর্তা।

১০ জানুয়ারি ফিলিপাইনে উপকূলীয় অঞ্চলে লিংলিং নামের এই নিম্নচাপটি প্রভাব ফেলে। এতে আরো কিছুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, চলতি বছরের লিংলিংই ফিলিপাইনে প্রথম প্রাকৃতিক বিপর্যয়। এ ছাড়াও প্রতিবছর জুনের শুরুতেই ২০টিরও বেশি টাইফুন আঘাত হানে দেশটিতে।

(দ্য রিপোর্ট/এআইএম/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর