thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

মহেশপুরে মহিলার মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ০১ ১১:২০:২৬
মহেশপুরে মহিলার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ সংবাদদাতা : জেলার মহেশপুরে শুক্রবার ভোরে রোকেয়া বেগম (৩৮) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সলেমানপুর গ্রামের মাঠের বাঁশবাগানে তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকালে তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মহেশপুরের সলেমানপুর গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের স্ত্রী রোকেয়া প্রতিদিনের মতো কাজ সেরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে গ্রামের স্কুলের পাশে মাঠের একটি বাঁশবাগানে এলাকাবাসী তার মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তার গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, রোকেয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বোঝা যাবে আত্মহত্যা নাকি হত্যা।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর