thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

‘দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু’

২০১৪ জানুয়ারি ২৩ ১৯:০৪:৫৬
‘দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু’

ফরিদপুর সংবাদদাতা : প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু অবশ্যই হবে এবং তা খুব দ্রুতই। দ্বিতীয় পদ্মা সেতু হলে আমি ফরিদপুর থেকে ঢাকায় গিয়ে অফিস করতে পারব।’

তৃতীয় বারের মতো মন্ত্রী হওয়ায় ফরিদপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। স্থানীয় আলীপুর মোড়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। আর এ সরকার জনগণের জন্য কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।’

মন্ত্রী বিগত পাঁচ বছরে ফরিদপুর জেলার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি আগামীতে ফরিদপুরে বিশ্ববিদ্যালয়, সরকারি গালর্স স্কুল, জেলা স্কুলসহ স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এসএম নুরুন্নবী, ডা. হাবিবে মিল্লাত এমপি, এডভোকেট সুবল চন্দ্র সাহা, গোলাম রব্বানী বাবু মিরধা, মোহতেশাম হোসেন বাবর ও পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু।

(দ্য রিপোর্ট/এসএইচ/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর