thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,  ১১ জমাদিউল আউয়াল 1446

লক্ষ্মীপুরে আ.লীগ-যুবলীগকর্মীদের হামলা ভাঙচুর লুট

২০১৩ নভেম্বর ০১ ১২:১৬:৩৯
লক্ষ্মীপুরে আ.লীগ-যুবলীগকর্মীদের হামলা ভাঙচুর লুট

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বৃহস্পতিবার রাতে শান্তিরহাট বাজার ও উত্তর চরমার্টিন এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগকর্মীরা ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ২টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

উপজেলার চরমার্টিন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী মিয়ার ওপর হামলার জের ধরে এবং তার মৃত্যুর গুজবে এ হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার ওই প্রতিষ্ঠানগুলো বিএনপি ও জামায়াত সমর্থিতদের বলে স্থানীয়রা জানায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িগুলো হলো- উপজেলা বিএনপির সদস্য ও চরমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক অজি উল্যার কাপড় ও কসমেটিকস দোকান, বিএনপিকর্মী নূরুল আমিনের মুদি দোকান, ইসমাইল হোসেনের মুদি দোকান, বাবুলের সোনার দোকান, আবদুল করিমের রেস্টুরেন্ট, ওয়ার্ড যুবদল সভাপতি বাবুলের কসমেটিকস দোকান, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের মুদি দোকানসহ ১২টি দোকান এবং জাহেরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু সালেহ মো. নূর ও স্বর্ণকার বাবুলের বসতবাড়ি।

কমলনগর চরমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক ও ওই বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অজি উল্যা জানান, আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী মিয়ার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগকর্মীরা রাতে শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে নেতাকর্মীরা অতর্কিতভাবে বাজারের দোকানপাট ও জাহেরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু সালেহ মো. নূর ও বিএনপিকর্মী স্বর্ণকার বাবুলের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

স্থানীয় চরমার্টিন ইউনিয়ন চেয়ারম্যান মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে আমি পুলিশে খবর দিয়েছি।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, আহত আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী মিয়ার মৃত্যুর গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউছুফ আলী মিয়া লক্ষ্মীপুর জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় শহরের দক্ষিণ তেমুহনীর অদূরে পৌঁছলে মোটরসাইকেলের গতিরোধ করে শিবিরকর্মীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/জেএম/অক্টোবর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর