thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৪ ১১:৩৪:২১
ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

গাজীপুর সংবাদদাতা : বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া দুই মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তারা মারা যান।

ঢাকার কেরানীগঞ্জের মো. ওমর আলী (৪৮) ইজতেমা ময়দানে এসে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয়। টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতোয়ালী গ্রামের আব্দুল মজিদ প্রামাণিক (৬৫) নামে এক মুসল্লি অসুস্থ হয়ে মারা যান। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান সংবাদটি নিশ্চিত করে জানান, উভয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ইজতেমা ময়দানের জিম্মাদার আদম আলী জানান, রাত প্রায় আড়াইটার দিকে মজিদ প্রামাণিক টয়লেটে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। আর ওমার আলী খিত্তায় শোয়া অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েন।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর