thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাঙ্গামাটিতে উপজাতি দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

২০১৪ জানুয়ারি ২৪ ১৯:৫২:২৪
রাঙ্গামাটিতে উপজাতি দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

রাঙ্গামাটি সংবাদদাতা : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় উপজাতীয় দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

তারা হলেন, জীবন্ত চাকমা (৪৫) ও সন্তোষ চাকমা (৩৫)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নানিয়ারচর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও তথ্য দিতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও ইউপিডিএফ এর সিনিয়র নেতা মাইকেল চাকমা জানান, শুক্রবার বিকেলে নানিয়ারচর উপজেলায় রামহড়ি পাড়ায় জেএসএস (সন্তু লারমা) সমর্থিত জঙ্গী চাকমার নেতৃত্বে উপজাতীয় ৭০/৮০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রামহরি পাড়ায় অবস্থান নেয়। এ সময় আমাদের সমর্থক জীবন্ত কুমার চাকমা ও সন্তোষ চাকমাসহ অপর একজন মোটরসাইকেলে আসার সময় তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। গুলি তাদের কোমরে বিদ্ধ হয়।

তারা ওই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে নিরাপদ স্থানে আসেন। পরে স্থানীয়রা তাদের স্বজনদের খবর দিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

তবে জেএসএস ওই ঘটনার কথা অস্বীকার করেছে।

(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর