thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তিতে মিসরজুড়ে অস্থিরতা

২০১৪ জানুয়ারি ২৫ ১৪:৫৩:৩০
আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তিতে মিসরজুড়ে অস্থিরতা

দ্য রিপোর্ট ডেস্ক : হোসনি মুবারকের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া আন্দোলনের তিন বছরপূর্তি উদযাপনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টি করছে মিসরের বিদ্রোহী রাজনৈতিক দলগুলো।

বছরপূর্তি উদযাপনকে সামনে রেখে দেশটির সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের সমর্থক ও মুসলিম ব্রাদারহুড উভয় পক্ষই চাইছে রাজপথ দখলে রাখতে।

এদিকে, বর্ষপূর্তি উদযাপনের জের ধরে কায়রোতে শনিবারও পৃথক দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় মারা গেছে কমপক্ষে ১৮ জন।

সরকার শনিবার অতিরিক্ত নিরাপত্তা জোরদারের কথা বলেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম মিসরের জনগণকে নির্ভয়ে বর্ষপূর্তি উদযাপনের আহ্বান জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাদারহুড সমর্থকদের সতর্ক করে বলেছেন, উৎসবে কোনো রকম সমস্যা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

গতবছরের ৩ জুলাই মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই ব্রাদারহুড মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

এদিকে, অনেকেই আশা করছেন আন্দোলনের তিন বছরপূর্তি আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনবে। যদিও চলমান আন্দোলন দেশটির গভীর রাজনৈতিক বিভেদেই তুলে ধরে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/কেএন/আরকে/জানুয়ারি/ ২৫,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর