thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

নারায়াণঞ্জে পুলিশের ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৫ ১৫:১০:২২
নারায়াণঞ্জে পুলিশের ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের চার সদস্যকে কুপিয়ে ছিনিয়ে নেওয়া শটগান ও বেতার যন্ত্র (ওয়াকিটকি) উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শটগান ও শনিবার সকালে ওয়াকিটকিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। হামলায় আহত পুলিশের চার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে ৪১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন উপজেলা বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে ৮টি মামলা করেছে।

শুক্রবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাত ১১টায়ও সংঘর্ষ চলতে থাকলে থানার এসআই শরীফুল ও নাসিরের নেতৃত্বে ছয় কনস্টেবল ঘটনাস্থলে যান। এ সময় আনোয়ার হোসেনের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসআই শরীফুলের সঙ্গে থাকা ওয়্যারলেস সেট ও একজন কনস্টেবলের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় হামলাকারীরা। তখন পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশের হামলায় এসআই শরীফুল, নাসির, কনস্টেবল শাহ আলম ও আলামিন আহত হন। পুলিশের ওপর হামলার আগে আনোয়ার ও বিল্লাল হোসেন গ্রুপের সংঘর্ষে আরও ১৫-২০ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ বিল্লাল হোসেনের মেয়েসহ পাঁচজনেক আটক করেছে। তবে ঘটনার পর থেকে বিল্লাল হোসেন ও তার লোকজন পলাতক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাত ১টায় ফতেহপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও শনিবার সকালে ওয়াকিটকিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/আরকে/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর