thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, দুই বখাটের কারাদণ্ড

২০১৪ জানুয়ারি ২৫ ১৫:২৮:২৩
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, দুই বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রোকনউদ্দীন মোল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০টায় এ সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হল, উপজেলার কৃষ্ণপুরা গ্রামের শাহজাহানের ছেলে সাব্বির (২০) ও একই গ্রামের মিজানের ছেলে আল-আমিন (২০)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক জানান, রোকনউদ্দিন মোল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সাব্বির ও আল-আমিনকে আটক করে লোকজন। ওই সময় স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি পাল ও ম্যানেজিং কমিটির সদস্য মো. সেলিম আহত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর