thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৪ জানুয়ারি ২৫ ১৯:৪১:২৬
কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নুরুল আলম মানিক (৪০)- এর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। শনিবার সকালে তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শ্রমিক লীগের সভাপতি নুরুল আলম মানিক শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় পেশকারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে চৌল্লাকাতা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। আমরা ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।

(দ্য রিপোর্ট/এইউএম/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর