thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,  ১১ জমাদিউল আউয়াল 1446

বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে আটক ২

২০১৩ নভেম্বর ০২ ০৯:৪০:০৮
বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে আটক ২

বেনাপোল সংবাদদাতা : বেনাপোলে এক যাত্রীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এবং পাসপোর্ট ছিঁড়ে ফেলে অবৈধপথে ভারতে পার করার সময দুই যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

ছিনতাইয়ের শিকার জ্যালিশ (১৮) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার এনায়েতপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যালিশ বাসযোগে বৈধপথে পাসপোর্টসহ বেনাপোল এসে পরিবহন কাউন্টারে দালাল তরিকুল ও মাসুমের খপ্পরে পড়েন। দালালরা জ্যালিশকে পাসেপোর্টে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ করে দেওয়ার নাম করে অজ্ঞাত স্থানে নিয়ে ১৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাসপোর্ট ছিঁড়ে ফেলে। পরে তাকে অবৈধপথে গাতিপাড়া সীমান্ত দিয়ে সন্ধ্যা ৭টায় ভারতে পার করতে গেলে বেনাপোল আইসিপি ক্যাম্প বিজিবির কাছে ধরা পড়ে।

২৬ বিজিবি আইসিপি ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে পাচারের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বেনাপোল পোর্ট থানার পৌর এলাকার সাইফুলের ছেলে তরিকুল, নজরুলের ছেলে মাসুমসহ জ্যালিশকে আটক করা হয়।

টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার কথা আটক দালালরা স্বীকার করলেও পাসপোর্টের কথা স্বীকার করেনি। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের শনিবার আদালতে পাঠানো হবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর