thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাও পাওলোতে বিশ্বকাপবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

২০১৪ জানুয়ারি ২৬ ১১:১১:০৩
সাও পাওলোতে বিশ্বকাপবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবারের এ সংঘর্ষে ১২৮ জনকে আটক করেছে পুলিশ।

প্রায় ২৫০০ মানুষ এ আন্দোলনে অংশ নেয়। আন্দোলনকারীরা একটি গাড়িতে আগুন দেয় ও ভাংচুর চালায় বিভিন্ন দোকান ও ব্যাংকে।

ফিফা বিশ্বকাপের ২০তম আসর বসতে যাচ্ছে ব্রাজিলে। মেক্সিকো, ইতালি, ফ্রান্স আর জার্মানির পর পঞ্চম দেশ হিসেবে দ্বিতীয় বার দেশের মাটিতে এ আয়োজনের সুযোগ পাচ্ছে ব্রাজিল। পৃথিবীজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনায় মাতালেও অনেক ব্রাজিলিয়ান চাইছে না নিজ দেশে এর আয়োজন হোক। বিশ্বকাপ আয়োজনে অতিরিক্ত খরচের বিরোধিতা করে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা।

‘এখানে কোনো বিশ্বকাপ হবে না এমন পোস্টার’ হাতে সাও পাওলোতে প্রতিবাদ জানায় তারা।

অনেক ব্রাজিলিয়ান ‘ফিফা বাড়ি যাও’ এমন টুইট করেও জানাচ্ছেন প্রতিবাদ।

আন্দোলনকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলছে ‘বিশ্বকাপের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচের মানে হয় না। বরং স্বাস্হ্য, শিক্ষা, বাসস্থান আর যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে এই অর্থ ব্যবহার করা উচিৎ।’

শান্তিপূর্ণভাবে শনিবার এ আন্দোলন শুরু হলেও পরে তা সহিংসরূপ নেয়। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ আরজে/ এমডি/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর