thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভারতের রাষ্ট্রীয় পুরস্কারে বাঙালির জয়জয়কার

২০১৪ জানুয়ারি ২৬ ১২:২৮:১৯
ভারতের রাষ্ট্রীয় পুরস্কারে বাঙালির জয়জয়কার

কলকাতা প্রতিনিধি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘পদ্ম’ প্রাপকের নাম ঘোষণা করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তাৎপর্যপূর্ণ এ পুরস্কারের তালিকায় এবার বাঙালির জয়জয়কার। ‘পদ্ম’ পদকের তিনটি বিভাগ হচ্ছে- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।

বাংলাদেশের অধ্যাপক ড. আনিসুজ্জামান সাহিত্যে পদ্মভূষণ পদক পেয়েছেন৷ এ ছাড়াও পদ্মশ্রী পুরস্কার পেলেন বাংলা অভিনয় জগতের কলকাতার দুই তারকা সুপ্রিয়াদেবী ও সাবিত্রী চট্টোপাধ্যায়৷ তালিকায় রয়েছেন চিত্রশিল্পী সুনীল দাস, কত্থক শিল্পী রানি কারনা৷

বিজ্ঞান ও কারিগরি বিভাগে পদ্মশ্রী পেলেন সুশান্ত কুমার দত্তগুপ্ত ও জয়ন্ত কুমার ঘোষ৷ চিকিৎসা বিজ্ঞানে ড. ইন্দ্র চক্রবর্তী।

পদ্মশ্রী পেয়েছেন প্রবাসী বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি, স্থাপত্য বিভাগে অধ্যাপক বিমান বিহারি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে শেখর বসু ও প্রবাসী বাঙালি চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বাইরেও পদ্ম প্রাপকের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঙালিরা। আসাম থেকে পদ্মশ্রী পেলেন মুকুলচন্দ্র গোস্বামী৷ পদ্ম বিভাগের সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ দেওয়া হলো মহারাষ্ট্রের ড. রঘুনাথ এ মাশেলকরকে৷ বিজ্ঞান ও কারিগরি বিভাগে এ পুরস্কার পেলেন তিনি।

মাশেলকর ছাড়াও পদ্মবিভূষণ দেওয়া হলো যোগ গুরু বিকেএস আয়েঙ্গারকে। পদ্মভূষণ পেলেন সাহিত্যিক রাস্কিন বন্ড, চিত্র পরিচালক ও অভিনেতা কমল হাসান, ক্রীড়া জগতের দুই দিকপাল পুলেল্লা গোপীচাঁদ ও লিয়েন্ডার পেজ।

পদ্মভূষণে সম্মানিত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে এস ভার্মা৷ পদ্মশ্রীর তালিকায় রয়েছেন ক্রীড়াবিদ যুবরাজ সিং, চলচ্চিত্র তারকা বিদ্যা বালান, অভিনেতা পরেশ রাওয়াল, ভারতের মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া, স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল৷ এ ছাড়া প্রয়াত সমাজকর্মী নরেন্দ্র ডাভোলকারকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, ক্রীড়া, সমাজকল্যাণ ও জনকল্যাণমূলক কাজ, বিজ্ঞান, প্রকৌশল, শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি এ পদক দিয়ে থাকেন। এ বছর এ সম্মানে ভূষীত হয়েছেন ১২৭ জন গুণী মানুষ। মার্চ অথবা এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে পদ্ম প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে এ সম্মান।

(দ্য রিপোর্ট/এসএন/এসএন/এমসি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর