ট্রাফিক আইন অমান্য
দৈনিক দেড় হাজার মামলা, জরিমানা ৬ লাখ টাকা
রাজধানীতে শুধু ট্রাফিক আইন ভঙ্গের দায়ে দৈনিক গড়ে দেড় হাজারের অধিক মামলা করছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে আইন অমান্যের দায়ে জরিমানা বাবদ দৈনিক গড়ে আদায় ছয় লক্ষাধিক টাকা।
এদিকে ট্রাফিক আইন সম্পর্কে অবগত না থাকা এবং আইন জানা সত্ত্বেও আইন মানতে গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই। আর ট্রাফিক আইন অমান্যকে যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রাজধানীর কারওয়ানবাজার-পান্থপথ মোড়, ফার্মগেট মোড়, বিজয় সরণি মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সব ধরনের বাস, মিনিবাস, ট্রাক থামানো ও যাত্রী ওঠা-নামা করানো নিষিদ্ধ করে সাইনবোর্ড রাখা আছে। কিন্তু তা মানছে না গণপরিবহনের চালকরা। অধিকাংশ সময় এ সব পয়েন্টে দীর্ঘ সময় যত্রতত্রভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করতে দেখা যায়। আর এতে করে এ সব পয়েন্টে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ট্রাফিক পুলিশের চোখের সামনে এমন ঘটনা ঘটলেও আইনের প্রয়োগ খুবই কম দেখা যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথভাবে আইন প্রয়োগ না হওয়া এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত ও সচেতন না করার জন্য এ ধরনের আইন অমান্যের ঘটনা ঘটছে।
ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের দেওয়া তথ্যানুযায়ী দেখা যায়, ২০১১ সালে ট্রাফিক আইন অমান্যের দায়ে ছয় লাখ ৬৩ হাজার ৬১০টি মামলা হয়েছে। এ সব মামলার মধ্যে আমলযোগ্য মামলা রয়েছে ছয় লাখ ২৮ হাজার ২২টি এবং আমল অযোগ্য মামলার সংখ্যা ৩৫ হাজার ৫৪টি। একই বছরে ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট ২৫ কোটি ৬৭ লাখ সাত হাজার ৯৫৫ টাকা জরিমানা করা হয়। এর আগের বছর অর্থাৎ ২০১০ সালে মামলা করা হয় ছয় লাখ ৫৫ হাজার ২৮২টি, জরিমানা করা হয় ২৭ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ২৫০ টাকা, ২০০৯ সালে মামলা হয় চার লাখ ৮২ হাজার ২৬১টি এবং জারিমানা আদায় করা হয় ২০ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। গড়ে প্রতিদিন ট্রাফিক আইন অমান্যের দায়ে মামলা হচ্ছে এক হাজার ৫৮১টি এবং জরিমানা আদায় করা হচ্ছে ছয় লাখ আট হাজার টাকার অধিক।
রাজধানীতে আশঙ্কাজনকহারে ট্রাফিক আইন অমান্যের কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি ট্রাফিকের পূর্ব অঞ্চলের উপ-কমিশনার ইকবাল হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘আগের বছরের তুলনায় বর্তমানে আইনের প্রয়োগ বেশি হওয়ায় মামলা ও জরিমানা আদায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।’
ইকবাল হোসেন বলেন, ‘মামলা বেশি হওয়া মানে জনগণ আইন সম্পর্কে সচেতন নয় এমনটি নয়। আগের তুলনায় মানুষ এখন ট্রাফিক আইন সম্পর্কে বেশি সচেতন। কিন্তু প্রতিনিয়ত রাজধানীতে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক কনজেশন বেড়ে যাচ্ছে। এতে করে অনিচ্ছা সত্ত্বেও ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ঘটছে। এ ছাড়া রাজধানীর সড়কসমূহের প্রকৌশলগত ত্রুটি থাকায় অনেক ক্ষেত্রে গণপরিবহনগুলো যত্রতত্র যাত্রী ওঠা-নামা করায়। আর এ ক্ষেত্রে দায়িত্বশীল ট্রাফিক পুলিশও বিষয়টি আইন অমান্য হিসেবে গণ্য করে মামলা করছেন।’
অন্যদিকে ট্রাফিক পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, প্রভাবশালীদের মধ্যে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা বেশি। আর এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্বয়ং পুলিশ বাহিনী। এ ছাড়া যে যেভাবে পারছে ক্ষমতার অপব্যবহার করে ভাঙছেন ট্রাফিক আইন।
এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত সিগন্যাল বাতিগুলোর রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের হওয়ায় অনেক সময় সেগুলো কাজে আসছে না। বৈদ্যুতিক গোলোযোগ কিংবা অন্য কোনো কারণে বাতিগুলো অকেজো হয়ে পড়লে তার মেরামতে নেওয়া হয় দীর্ঘ সময়। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাফিকিং ব্যবস্থা চালিয়ে নিতে হচ্ছে পুলিশকে।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পশ্চিম অঞ্চলের কর্তব্যরত সার্জেন্ট সমরেশ রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা নিয়ে দ্য রিপোর্টকে বলেন, ‘যারা আইনের লোক এবং আইন নিয়ে কথা বলেন তারাই ট্রাফিক আইন বেশি ভাঙছেন। রাজধানীতে যারা ফুটপাথ ও বিপরীত দিক দিয়ে মোটরসাইকেল চালান তাদের অধিকাংশই হয় পুলিশ না হয় সাংবাদিক। সাধারণ জনগণ সাহস দেখায় না ট্রাফিক আইন অমান্য করার।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় আইন অনুযায়ীও আমরা দায়িত্ব পালন করতে পারি না। ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইন অমান্য করলে যখন কোনো প্রাইভেট কার আমরা আটক করি, তখন দেখা যায় ভেতরে বসা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি আমাদের ধমকাতে শুরু করেছেন- ‘আমাকে চিনিস, আমি কে’, ‘তোকে দেখে নিবো…’ এ ধরনের হুমকি দেন তারা। অনেক সময় তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন দেন। আর তখন তাদেরও বকাবকি শুনতে হয় আমাদের।’
সমরেশ বলেন, ‘আমি আপনাকে নাম বলবো না, কিছু দিন আগে বিজয় সরণি সিগন্যাল পয়েন্টে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই আমি। সংসদ ভবন এলাকা থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে বিজয় সরণির দিকে আসছিল, তখন ওই পয়েন্টটিতে সিগন্যাল চলছিল। কিন্তু সেই সিগন্যাল না মেনে প্রাইভেট কারটি সোজা তেজগাঁও ফ্লাইওভারের দিকে যেতে থাকে। সেখানে আমাদের দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটির গতিরোধ করে। গাড়িটির গতিরোধ করায় গাড়ির চালক বেরিয়ে এসে ওই ট্রাফিক পুলিশের উপর চড়াও হন। তখন আমি বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। আমাকে দেখে তিনি আরও বেশি চড়াও হন। বলতে শুরু করেন, ‘আমাকে চিনিস আমি ওমুক এমপি’র ভাই। তোকে দেখে নিবো, আমার গাড়ি থামাস।’ এরপর শুরু হল এখানে সেখানে ফোন দেওয়া। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ফোন করে আমাকে ধরিয়ে দেন। এভাবেই দায়িত্ব পালনে চাপের মধ্যে থাকতে হয় আমাদের।’
রাজধানীতে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকেরা বেশি ট্রাফিক আইন ভঙ্গ করেন বলে জানান এই মাঠ পর্যায়ের কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পশ্চিম অঞ্চলের আরেক ট্রাফিক সার্জেন্ট মো. নূরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘প্রাইভেট কার চালকেরা অধিকাংশ সময় ট্রাফিক সিগন্যাল মানেন না। রাস্তার পাশে যেখানে সেখানে পার্কিং করে রাখে। গাড়ি চালানোর সময় সিট বেল্টও বাঁধে না তারা। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালায়। আর এ সবের বিরুদ্ধে আমরা যদি কোনো অ্যাকশন নিতে যাই তাহলে শুরু হয় বিপত্তি। সবচেয়ে ভয়াবহ অবস্থা মোটরসাইকেল আরোহীদের। তারা দেখা যায় এক হাতে মোটরসাইকেল ড্রাইভ করছেন অন্য হাতে মোবাইল ফোন। অনেকেই আবার হেলমেট ব্যবহার করেন না। আর সুযোগ পেলে বিপরীত রাস্তায় বা ফুটপাথ দিয়ে যেতেও দ্বিধা করেন না।’
নূরুল ইসলাম বলেন, ‘অনেক ক্ষেত্রে এগুলো আমরা দেখেও কিছু বলি না। কারণ আমাদের জনবল খুবই কম। এই জনবল নিয়ে ঢাকা শহরে এখনো ট্রাফিক ব্যবস্থা টিকে রয়েছে এটাই আশ্চর্যের বিষয়। দেখা গেল একটা প্রাইভেট কার বা মোটরসাইকেল আটক করলাম ঠিক তখন কয়েক শ’ গাড়ি বিশৃঙ্খলা শুরু করে দিল। তাই অনেক সময় এগুলো দেখেও কিছুই করার থাকে না আমাদের।’
গণপরিবহনগুলোর ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা কম থাকলেও যাত্রীরা সচেতন না বলে মনে করছেন এই দুই কর্মকর্তা।
তাদের মতে, ‘যখন একটা বাস ট্রাফিক সিগন্যাল অমান্য করে, তখন ওই বাসের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে গেলে যাত্রীরা আমাদের ওপর তেড়ে আসেন। অনেক যাত্রী নিজের ক্ষমতার ভয়ও দেখান। সবচেয়ে খারাপ লাগে যখন তারা অকথ্য ভাষায় কথা বলেন। কেউ কেউ বলেন, ‘ধান্দাবাজি শুরু হয়েছে’, কেউ বলেন, ‘ঘুষ খাওয়ার জন্য আটকেছে’, ‘এক শ’ টাকা গুঁজে দেন কোমরে দেখবেন ছেড়ে দিয়েছে ইত্যাদি।’
পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, ‘যাত্রীরা আমাদের সঙ্গে অসদাচরণ করলেও বাসচালক যে আইন অমান্য করেছে সে বিষয়ে তাদের কোনো প্রতিবাদ নেই। বরং সিগন্যালে অনেকক্ষণ আটকা পড়লে যাত্রীরা বাসচালককে উল্টা পথে যাওয়ার জন্যও উৎসাহিত করে।’
অন্যদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার ক্রমান্বয়ে অবনতির কারণ হিসেবে রাজধানী কেন্দ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, দেশের উচ্চ আদালত, সচিবালয়, ব্যাংক, বীমার প্রধান কার্যালয় ও ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা গার্মেন্টস এবং অন্যান্য শিল্প কারখানার জন্য বাড়ছে রাজধানীমুখী মানুষের সংখ্যা। রাজধানীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তুলনামূলক বাড়ছে না রাস্তা ও গণপরিবহনের সংখ্যা। অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে প্রাইভেট গাড়ি ও রিক্সা।
এ ব্যাপারে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভোকেসির কর্মকর্তা ও পরিবহন বিষয়ক গবেষক মারুফ আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘আদর্শিক নগরের প্রধান বৈশিষ্ট্যে বলা হয়েছে, একটি শহরের আয়তনের কমপক্ষে ২০ শতাংশ সড়ক থাকতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে ঢাকার নগর পরিকল্পনায় এ ধরনের কোনো নির্ধারিত বিষয় নেই। শহরের প্রকৃতি অনুযায়ী এবং ব্যবহৃত ট্রাফিক মডের (যানবাহন) ওপর নির্ভর করবে কত শতাংশ সড়ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়, সীমানা ও জনঘনত্ব পর্যন্ত একটি শহরকে বাড়তে দেওয়া উচিত। কিন্তু ঢাকার ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।’
মারুফ বলেন, ‘রাজধানীতে যতটুকু সড়ক রয়েছে তারও সঠিক ব্যবহার হচ্ছে না। এখন পর্যন্ত বড় ও আরামদায়ক গণপরিবহনের ব্যবস্থা করতে পারছে না সরকার। ফলে উচ্চবিত্তদের মধ্যে প্রাইভেট কার ব্যবহারের প্রবণতা বেড়ে যাচ্ছে।’
ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করে ঢাকার যানজট নিরসনে স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন নগর ও পরিবহন পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম মর্তুজা। তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘অটোমেটিক (স্বয়ংক্রিয়) ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হতে পারে না। কিংবা রাজধানীর ট্রাফিক বিভাগ যেসব কার্যক্রম সম্পন্ন করছে সেগুলোও আশানুরূপ ফল দিবে না।’
এই নগর পরিকল্পনাবিদ বলেন, ‘রাজধানীর যতটুকুই সড়ক আছে তা দিয়ে একে একটি যানজটমুক্ত শহরে পরিণত করা সম্ভব। রাজধানীর প্রধান প্রধান সড়কে প্রাইভেট কার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে সাধারণের জন্য অনুকূল গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) এবং মাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) ব্যবস্থা করতে হবে।’
(দ্য রিপোর্ট/ এইচআর/ এইচএসএম/ এনআই/জানুয়ারি ২৬, ২০১৪)
পাঠকের মতামত:
- পুঁজিবাজারে সূচকের পতন
- নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি
- গাড়ির গ্লাসে কালো পেপার লাগানো বন্ধের অনুরোধ
- ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘হল অফ ফেমে’ ক্লার্ক
- ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি: শিশির মনির
- বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
- বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না : ফারুক
- প্রধান উপদেষ্টার সফর থেকে ভালো কিছু রেজাল্ট পাবো : প্রেস সচিব
- কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না: ফখরুল
- ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
- এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ
- ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ১০০০ সেনা নিহত
- মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার
- প্রায় অর্ধেক রান একাই করলেন নাঈম, তবু হারলো খুলনা
- লস অ্যাঞ্জেলেসে আবারো দাবানল, সরানো হলো ৩১ হাজার বাসিন্দা
- রাতভর বিমানবন্দরে তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু
- ফখরুলের বিশ্বাস, সরকার আগস্টের মধ্যে নির্বাচন করতে পারে
- দিল্লিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে
- সাড়ে ১৫ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য
- জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে
- পাচারের অর্থ ফেরাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্টের সহায়তা কামনা
- কাঁচামালের অভাবে বন্ধ দেশবন্ধু গ্রুপের সুগার রিফাইনারি মিল
- বিশ্বখ্যাত ১ নম্বার ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ব্র্যান্ড Yadea এখন পঞ্চগড়ে
- ২০ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
- যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় মিলল শতাধিক লাশ
- বড় জয়ে ‘সরাসরি’ বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ
- সাবেক মেয়র আতিকুল ইসলাম ফের রিমান্ডে
- চাঁদাবাজি ও ঘুস বন্ধে ‘গুন্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ
- টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারায় মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল
- প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
- বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে
- হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- নাঈম নৈপুণ্যে রাজশাহীকে হারাল চিটাগং
- আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা উচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়
- হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার করবে ইসি
- ২৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
- ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প
- ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প
- মেডিকেলে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত
- ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
- সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা
- বিদেশি বিনিয়োগ বাড়াতে ‘হিটম্যাপ’ প্রকাশ করল বিডা
- পালমাসকে উড়িয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ
- বেস্ট হোল্ডিংসের ক্রেডিট রেটিং নির্ণয়
- বিজয়ের সেঞ্চুরি ম্লান করে হাসানের দারুণ বোলিংয়ে খুলনার জয়
- ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ
- মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা
- ঢাবিতে আবার ‘কোটা না মেধা’ স্লোগান, বিক্ষোভ
- চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
- শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন, পদ পেলেন যারা
- পুরোনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে: মাহফুজ আলম
- ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
- পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা
- রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কাজী নজরুলের নাতি বাবুল লাইফ সাপোর্টে
- নতুন বাজারে ৬৩৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি
- বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে
- মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে
- ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
- "যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে"
- শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম
- ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে: বদিউল আলম
- ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, ফখরুলের অঙ্গীকার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করলো বিএসএফ
- "ব্যাংক খাত পেলেও পুঁজিবাজার পায়নি সংস্কার সহায়তা"
- যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- এআইবি পিএলসির উদ্যোগে কম্বল বিতরণ
- ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের শুরু
- ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সমাপ্ত
- অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল
- যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
- "দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে"
- শাপলা চত্বরে হেফাজত দমন: হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন
- "রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"
- চাঁদাবাজি ও ঘুস বন্ধে ‘গুন্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ
- ঢাবিতে আবার ‘কোটা না মেধা’ স্লোগান, বিক্ষোভ
- অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল
- মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে
- প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
- আগের দামেই পেঁয়াজ, কমেছে সবজির
- নতুন বাজারে ৬৩৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করলো বিএসএফ
- মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
- পুরোনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে: মাহফুজ আলম
- যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
- হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা
- কমতে পারে দিনের তাপমাত্রা, অপরিবর্তিত থাকবে রাতের
- ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেসসচিব শফিকুল আলম
- বিদেশি বিনিয়োগ বাড়াতে ‘হিটম্যাপ’ প্রকাশ করল বিডা
- অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদিন
- আমদানি করায় কমছে চালের দাম
- মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
- ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সমাপ্ত
- ‘ঝুঁকিপূর্ণ’ মান নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে
- ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, ফখরুলের অঙ্গীকার