thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

এক হাজার কোটি টাকা যৌতুক!

২০১৪ জানুয়ারি ২৭ ১৪:১১:১০
এক হাজার কোটি টাকা যৌতুক!

দ্য রিপোর্ট ডেস্ক : মেয়ের জন্য হন্যে হয়ে পাত্র খুঁজছেন হংকংয়ের ধনকুবের সিসিল চাও। দুই বছর আগে সিসিল ঘোষণা দিয়েছিলেন, মেয়ে গিগি চাওকে বিয়েতে রাজি করাতে পারলে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার পুরস্কার দেবেন তিনি।

তারপরও ধনীর দুলালির মন গলাতে মানে বিয়েতে রাজি করাতে পারেননি কোনো সৌভাগ্যবান। আর পারবেনই বা কী করে? গিগির মন বোধহয় কোনো পুরুষই গলাতে পারবেন না। কারণ গিগি যে সমকামী।

তবে সমকামী মেয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টার কমতি করছেন না সিসিল। দুই বছর পার হওয়ার পরও কারও গলাতেই গিগি মালা পরাতে রাজি না হওয়ার একলাফে পুরস্কারের টাকা দ্বিগুন করার ঘোষণা দিয়েছেন সিসিল। গিগিকে যদি কেউ বিয়েতে রাজি করাতে পারে তা হলে নগদ ১৩ কোটি মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার কোটি টাকারও বেশি পকেটস্থ করতে পারবেন তিনি।

দেখা যাক, এবার রাজকন্যা ও রাজত্বের টানে কেউ গিগির মন গলাতে পারেন কিনা? কার ভাগ্যে শিকে ছেঁড়ে?

(দ্য রিপোর্ট/কেএন/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর