thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

তালায় ছাত্রদলের আধাবেলা হরতাল মঙ্গলবার

২০১৪ জানুয়ারি ২৭ ১৮:০০:৫১
তালায় ছাত্রদলের আধাবেলা হরতাল মঙ্গলবার

সাতক্ষীরা সংবাদদাতা : তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আজহারুল ইসলাম নিহতের ঘটনায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল।

তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান (সাঈদ) ও সধারণ সম্পাদক আনিচুজ্জামান (আনিচ) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে বুধবার কালো ব্যাচ ধারণ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান হরতালের বিষয়টি এখনই শুনেছেন দাবি করে বলেন, ‘হরতাল প্রতিরোধে পুলিশ মাঠে থাকবে।’

উল্লেখ্য, আজহারুল ইসলাম সোমবার ভোর সাড়ে ৪টায় তালা উপজেলার মাগুরা খেয়াঘাট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/আরকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর