thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

পটুয়াখালীতে লঞ্চ ডুবে ২০ যাত্রী নিখোঁজ

২০১৪ জানুয়ারি ২৭ ১৯:৪৪:০২
পটুয়াখালীতে লঞ্চ ডুবে ২০ যাত্রী নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা : ঢাকা-পটুয়াখালী অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী ছোট লঞ্চ সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। এ সময় ডুবে যাওয়া লঞ্চের শিশু, নারীসহ প্রায় অর্ধশত যাত্রী পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ২০ যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৫টার দিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আঁচল-৫ লঞ্চটি ছেড়ে যায়। এ সময় এটি লোহালিয়া নদী অতিক্রমকালে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী লঞ্চ শিথিলকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। পরে পুলিশের একটি দল ও স্থানীয় প্রতিনিধিরা ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়।

রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২০ যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। বাকি যাত্রীরা উদ্ধার হয়েছেন।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/এনডিএস/এনআই/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর