thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

হাঙ্গরের সঙ্গে লড়াই!

২০১৪ জানুয়ারি ২৮ ১৩:১৩:৪২
হাঙ্গরের সঙ্গে লড়াই!

দ্য রিপোর্ট ডেস্ক : ছুরি দিয়ে হাঙ্গরের আক্রমণ ঠেকালেন নিউজিল্যান্ডের এক চিকিৎসক। হাঙ্গরকে পরাস্ত করার পর তীরে এসে নিজের ক্ষত নিজেই সেলাই করেন তিনি। সেলাই শেষে বিয়ারের খোঁজে বেরিয়ে পড়েন বলে মঙ্গলবার রেডিও নিউজিল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর এএফপির।

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে কোলাক বের কাছে বড়শি দিয়ে মাছ ধরছিলেন জেমস গ্রান্ট নামে ওই চিকিৎসক। হঠাৎ একটি হাঙ্গর তার পা কামড়ে ধরার চেষ্টা করে।

পরে হাঙ্গরটিকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন তিনি। এক সময় হাঙ্গরটি পিছু হটে বলে জানিয়েছেন জেমস।

পরে সাঁতরে তীরে এসে গাড়িতে থাকা ফার্স্ট এইড বক্স থেকে যন্ত্রপাতি নিয়ে নিজেই ক্ষত সেলাই করেন জেমস।

জেমস অবশ্য হাঙ্গরটিকে ভালো করে দেখেননি। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে সেভেনগিলস হাঙ্গর তাকে আক্রমণ করেছিল।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর