thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

সাতক্ষীরায় আটক ও গ্রেফতার ১৭

২০১৪ জানুয়ারি ২৮ ১৭:২৯:৪৫
সাতক্ষীরায় আটক ও গ্রেফতার ১৭

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। একই সঙ্গে বিভিন্ন মামলার আরও ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার গোপীনাথপুরের নাজির গাজীর ছেলে জামায়াত কর্মী শহীদুল ইসলাম (২৪), রায়টা গ্রামের আব্দুল হাই সরদারের ছেলে আতিয়ার রহমান (৪২), ওফাপুর গ্রামের রুস্তমের ছেলে শিবির কর্মী বিপুল (১৯) ও দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের মোকছেদের ছেলে আরিজুল (৩৮)। তবে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩ জনের নাম জানা যায়নি।

জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমএআর/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর