thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

মুন্সীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৯ ১৩:৫৯:১৪
মুন্সীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর মধ্যপাড়া গ্রামে শিলা বেগম নামে (২৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

টঙ্গিবাড়ী থানা পুলিশ তার স্বামী ইমান আলীর বাড়ি থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, আট বৎসর আগে উপজেলার মান্দ্রা গ্রামের শাহজাহান মুন্সীর মেয়ের সঙ্গে ধীপুর গ্রামের ইমান আলীর বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় গৃহবধূ শিলা বেগম। বুধবার বেলা সাড়ে ৯টায় লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তার স্বামী ইমাল আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/ এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর