thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

লক্ষ্মীপুরে আ.লীগ-যুবলীগের মধ্যে বন্দুকযুদ্ধ

২০১৪ জানুয়ারি ২৯ ১৫:৪২:২০
লক্ষ্মীপুরে আ.লীগ-যুবলীগের মধ্যে বন্দুকযুদ্ধ

লক্ষ্মীপুর সংবাদদাতা : আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের বক্সআলী পোল নামক স্থানে বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ সংঘর্ষ হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা এবং যুবলীগ নেতা ও ইউপি সদস্য শাহজাহান বাহিনীর মধ্যে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ পালিয়ে যায়। তবে, বিকেল ৩টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গাখাঁ ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শাহাজান কয়েকজন সহযোগীকে নিয়ে মোটরসাইকেল ও সিএনজি যোগে ভাঙ্গাখাঁর দিকে যাচ্ছিলেন। তারা বালাইশপুর এলাকায় আসলে ওই এলাকার বক্সআলী কালভার্টের ওপর থেকে আওয়ামী লীগ নেতা গোলাম মাওলার লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় শাহজাহান বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহাজাহান প্রতিপক্ষ গোলাম মাওলাকে দায়ী করে মোবাইল ফোনে জানান, তিনি কয়েকজনের সঙ্গে রামগঞ্জ শামপুরের একটি ওরশ মাহফিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ গোলাম মাওলার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে তারা পাশের একটি বাগানে লুকিয়ে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাল্টা গুলিবর্ষণের বিষয়টি তিনি অস্বীকার করেন।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত বন্ধুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এমএনইউ/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর