thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

ফরিদপুরে দিনমজুর হত্যা

২০১৪ জানুয়ারি ২৯ ১৬:৪১:০১
ফরিদপুরে দিনমজুর হত্যা

ফরিদপুর সংবাদদাতা : অন্যের দেওয়া চেতনানাশক ফল খেয়ে অসুস্থ দিনমজুর সুমনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমন ফরিদপুর শহরে দিনমজুরের কাজ করত। সে পাবনা জেলার কাদের মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, সুমন কয়েকদিন আগে ফরিদপুরে আসে দিনমজুরের কাজ করতে। সারাদিন কাজ করে সে রাতে অন্য দিনমজুরের সঙ্গে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের কাছে পৌর কমিউনিটি সেন্টারের বারান্দায় রাত যাপন করত। মঙ্গলবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি সুমনকে কিছু ফল খেতে দেয়। ফল খেয়ে এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায় তারা।

সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পিএসআই মনির হোসেন এ প্রসঙ্গে জানান, টাকা নেওয়ার জন্যই তাকে বিষ মেশানো ফল খাইয়ে হত্যা করা হতে পারে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর