thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

২০১৬ জানুয়ারি ০৩ ১৯:১১:১০
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ ও জেলার পটিয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে বায়েজিদের চন্দ্রনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল আলম (৩৯) এবং পটিয়ার বুদপুরা গ্রামের আলী হোসেন (৪১) পুকুরে ডুবে মারা যান। পৃথক ঘটনা দুটি রবিবার দুপুরে ঘটে।

সিএমপি’র বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে চন্দ্রনগরের বাবুল কলোনিতে ড্রেনের ময়লা পরিষ্কার করার সময় নুরুল আলম নামে ওই ব্যক্তি বিদুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। ডিপ টিউবওয়েলের সঙ্গে পূর্ব থেকে বিদ্যুতের তার জড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুরের কচুরিপনা পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে মারা যান মো. আলী হোসেন নামের ওই কৃষক। রবিবার দুপুর দেড়টার দিকে বুদপুরা গ্রামের দুলুমিয়া সওদাগর বাড়ীর পুকুরে এ ঘটনা ঘটে। আলী হোসেন দুলুমিয়া সওদাগর বাড়ীর মৃত দুলু মিয়ার দ্বিতীয় পুত্র।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর