thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

২০১৬ জানুয়ারি ০৪ ১৫:৩৮:৫৫
চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম অফিস : পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও শহীদপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শাহিন আকতার (২৪) নামের এক গৃহবধূ।

চান্দগাঁও থানা পুলিশ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহিন আকতার। তার স্বামীর নাম মোহাম্মদ আজাদ। তাদের গ্রামের বাড়ি সাতকানিয়ার পূর্ব গাটিয়াডেঙ্গায়।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জের ধরে অভিমান করে শাহিনা আত্মহত্যা করেছেন— এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় শাহিনা ও আজাদের। বিয়ের পর থেকে গার্মেন্টকর্মী শাহিনা চান্দগাঁও শহীদপাড়া কবির মিস্ত্রি কলোনিতে স্বামীর পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। আজাদ কক্সবাজারে চাকরি করেন।

এদিকে, শাহিনার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে শাহিনার সংসারে অশান্তি ছিল।

শাহিনার আত্মহত্যার ঘটনায় চান্দগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর