thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাসচাপায় ফায়ার সার্ভিসের কর্মচারী নিহত

২০১৬ জানুয়ারি ০৪ ২০:০১:৫০
বাসচাপায় ফায়ার সার্ভিসের কর্মচারী নিহত

চট্টগ্রাম অফিস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসচাপায় ফায়ার সার্ভিসের কর্মী মহরম আলী (২৯) নিহত হয়েছেন। সোমবার সকালে সীতাকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মালেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহরম আলী গত এক যুগ ধরে সীতাকুণ্ড ফায়ার স্টেশনে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে বাজার করতে তিনি সীতাকুণ্ড বাজারে যান। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত মহরমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মহরম আলী কুমিল্লার লাকসাম থানার আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএডি আব্দুল মালেক।

এর আগে ১৮ ডিসেম্বর মিরসরাই উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫০) নামে ফায়ার সার্ভিসের অপর এক কর্মী মারা যান।

(দ্য রিপোর্ট/এমএআর/এজেড/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর