thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

চট্টগ্রামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

২০১৬ জানুয়ারি ০৫ ২০:২২:০৬
চট্টগ্রামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে আজিম হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার গুলশান আবাসিক এলাকার দিদার কলোনিতে মঙ্গলবার দুপুরে নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।

আজিম হোসেন স্থানীয় শেরশাহ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবা মোহাম্মদ আজাদ এলাকার সবজি বিক্রেতা বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার পুলিশ জানায়, আজিমের বাবা ও মা সকালে কাজে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় কেউ ছিল না। আজিমেরও ১১টার দিকে স্কুলে চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাবা আজাদ বাসায় ফিরে দেখেন আজিমের রক্তাক্ত লাশ পড়ে আছে। কে বা কারা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খালি ঘরে একা পেয়ে কে বা কারা আজিমকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি।

আজিমের বাবার বরাত দিয়ে পুলিশ বলছে, সকাল সাড়ে ১০টার দিকে আজিমের বাবা যখন বাসা থেকে বেরিয়ে যান, তখন সে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/জানুয়ারি ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর