thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের আহ্বান

২০১৬ জানুয়ারি ০৬ ১৯:১১:৫৫
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের আহ্বান

চট্টগ্রাম অফিস : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ১৮ ও ৩১ জানুয়ারি চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ডেকেছে।

পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে দুই দিনের এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দুই দিনের এ ধর্মঘট কর্মসূচি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ১৮ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ৩১ জানুয়ারি বৃহত্তর চট্টগ্রামে পূর্ণদিবস ধর্মঘট পালিত হবে।

লিখিত বক্তব্যে শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা জানান, চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রকৃত দোষীদের বাদ দেওয়ার চেষ্টার প্রতিবাদে এবং শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

২০১৫ সালের ১৯ অাগস্ট নগরীর সল্টগোলা থেকে অপহৃত চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামের সন্ধান দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন পরিবহন নেতারা। নিখোঁজের দুই দিন পরই ২১ আগস্ট মিরসরাই উপজেলার বারৈয়াহাটে তার সন্ধান পাওয়া যায়।

পরিবহন শ্রমিক নেতা মুছার অভিযোগ, নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের পাঁচ মাস পার হয়ে গেলেও পুলিশ অপহরণের ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে মুছা আরও জানান, ছয় মাস আগে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত ফেডারেশনভুক্ত চট্টগ্রাম অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে সন্ত্রাসীরা হামলা করেছিল। কার্যালয় দখলে ব্যর্থ হয়ে পরে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করা হয়। সংবাদ সম্মেলনে এসব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/সা/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর