thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

২০১৬ জানুয়ারি ০৭ ১৭:৪৭:০২
চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম অফিস : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন— সোমেন দাশগুপ্ত, ইরফানুল, রায়হান, তুষার চৌধুরী ও এস এম কাজেম। ছুরিকাঘাতে আহত কাজেমকে বোয়ালখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বোয়ালখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোস্তাক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবারের একটি তুচ্ছ ঘটনার জের ধরে দুই দল ছাত্রের মধ্যে মারামারি ঘটনা শুনে আমরা কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। দুই পক্ষকে কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করে সমস্যা সমাধান করতে বলেছি।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম কাজেম জানান, কলেজ থেকে হরতালবিরোধী মিছিল বের করলে জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে। এ সময় আমাকে ছুরিকাহতসহ বেশ কয়েকজনকে মারধর করে আহত করেছে।

কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম জানান, বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় কাজেমের নেতৃত্বে বহিরাগত বেশকিছু সন্ত্রাসী বাধা দেয়। এর জের ধরে তারা আজ কলেজে আমাদের কর্মী রায়হানকে একা পেয়ে মারধর করে আহত করে। এর প্রতিবাদ জানালে তারা সাংগঠনিক সম্পাদক সোমেন দাশগুপ্তসহ বেশ কয়েকজনকে মেরে আহত করেছে।

সাধারণ ছাত্ররা জানায়, এ ঘটনায় কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

(দ্য রিপোর্ট/এপি/সা/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর