thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

২০১৬ জানুয়ারি ০৮ ১৭:০৭:১২
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে মোহাম্মদ মোস্তফা (৪০) নামে এক হেলপার নিহত হয়েছে।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ মোস্তফা নাটোর জেলার লালপুল মধুরাম গোপালপুরের পরেশ মণ্ডলের ছেলে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজারের উত্তরে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের হেলপার মোস্তফা। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আর/এসআর/সা/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর