thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামের ডিসি হিলে চলছে পিঠা উৎসব

২০১৬ জানুয়ারি ০৮ ১৮:৫৪:০৩
চট্টগ্রামের ডিসি হিলে চলছে পিঠা উৎসব

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ডিসি হিলে (নজরুল স্কয়ার) চলছে রকমারি পিঠার উৎসব। প্রাতঃভ্রমণকারীদের অরাজনৈতিক সংগঠন ‘শতায়ু অংগন’-এর উদ্যোগে শুক্রবার সকালে শুরু হয়েছে এই আয়োজনটি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সকাল ৭টায় উৎসবে এসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। তারপর থেকেই বাড়তে থাকে জনসমাগম, নানা জাতের পিঠার স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সের নানা শ্রেণি-পেশার দর্শক। পিঠাপুলির পাশাপাশি রয়েছে কবি গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিকালের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিকালের আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল, বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমদ। সন্ধ্যার পর শুরু হবে দেশবরণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিঠা উৎসবের প্রচার উপ-কমিটির আহ্বায়ক মো. আলমগীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামীণ ঐতিহ্যকে শহরমুখী সকল মানুষের মাঝে প্রতিযোগিতামূলকভাবে তুলে ধরার জন্য শতায়ু অংগনের উদ্যোগে রকমারী পিঠা উৎসবের এ আয়োজন। এই উৎসবে রয়েছে ২০টি রকমারী পিঠার প্রস্তুতকারী স্টল।

(দ্য রিপোর্ট/জেএস/এসআর/সা/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর