thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জেএমবি সদস্য রাজু গ্রেফতার

২০১৬ জানুয়ারি ১১ ২১:৪৩:০৬
জেএমবি সদস্য রাজু গ্রেফতার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে ছিনতাই ও বোমা হামলার ঘটনায় জড়িত জেএমবি সদস্য নুরু নবী প্রকাশ রাজুকে (৩০) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম ডিবি পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে রবিবার রাত ৩টায় রাজুকে গ্রেফতার করা হয় বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানায় গোয়েন্দা পুলিশ। রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী এলাকার বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নগরীর সদরঘাটে ছিনতাইয়ে অংশ নেয় জেএমবির সদস্যরা। এ সময় তাদের বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। পরে আহত এক জেএমবি সদস্য ও স্থানীয় এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছিনতাই ও বোমা হামলার ওই ঘটনায় আটজন সরাসরি অংশ নেয়, রাজু তাদের একজন। বোমা হামলার পর মোটরসাইকেল চালিয়ে জেএমবি নেতা ফারদিন ওরফে নোমানকে নিয়ে পালিয়ে যায় রাজু।

পরে ধরা পড়া জেএমবি সদস্যরা জানায়, অপারেশন ও জেএমবির তহবিল সংগ্রহ করতে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটিয়েছিল তারা।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার জেএমবি সদস্য রাজুকে সদরঘাটের অস্ত্র, ছিনতাই ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে সোমবার আদালতে পাঠানো হয় বলেও জানান বাবুল আক্তার।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এম/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর