thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

হত্যাচেষ্টা থেকে রক্ষা পেলেন লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী

২০১৪ জানুয়ারি ৩০ ১৩:৩৯:০৭
হত্যাচেষ্টা থেকে রক্ষা পেলেন লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী সাদিক আব্দুল করিম হত্যা চেষ্টা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

রাজধানী ত্রিপোলিতে বুধবার বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন।

এ ঘটনার পর তিনি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশে বলতে চাই, লিবিয়া তোমাদের চেয়ে বড়। লিবিয়ার মানুষ বুলেট, বন্দুক কিংবা রকেট হামলায় ভয় পায় না।’

হামলায় আব্দুল করিমের কোনো আঘাত লাগেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। টেলিভিশনেও তাকে অক্ষত অবস্থায় দেখা গেছে।

তবে কারা উপ-প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত হামলায় গাদ্দাফির পতনের পরও তার বিরুদ্ধে আন্দোলন করা সশস্ত্র গোষ্ঠি সক্রিয়। এসব সশস্ত্র গোষ্ঠিদের মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে লিবিয়া সরকারকে। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর